তুরস্কের সাথে পাকিস্তান তার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এছাড়া ইসলামাবাদ আঙ্কারার মূল ইস্যুগুলোকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি এসব কথা বলেছেন। রাজধানী ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউসে তুরস্কে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ইউসুফ জুনাইদের সাথে আলাপকালে আলভি দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির আহবান জানান। পাকিস্তানি প্রেসিডেন্টের দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে অনুসারে, ‘আরিফ আলভি বলেছেন যে তুরস্কের সাথে পাকিস্তান তার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এখন পণ্য বাণিজ্য চুক্তি স্বাক্ষর করলে মধ্যমেয়াদে দু’দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে। বিশ্বে ইসলামভীতি মোকাবিলায় পাকিস্তানের প্রচেষ্টায় তুরস্কের সমর্থনের কথা স্বীকার করেছেন তিনি। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন