শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

অর্পিতার ৩১টি বীমার প্রিমিয়াম দিতেন পার্থ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এক-দুটি নয়, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবীমা ছিল ৩১টি। তার প্রিমিয়াম দিতেন সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সাথে অর্পিতা মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠতা প্রমাণ করতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতিয়ার হলো জীবনবীমা প্রিমিয়ামের রসিদ। অর্পিতার নামে ৩১টি জীবনবীমা ছিল। তার সম্মিলিত প্রিমিয়ামের পরিমাণ হলো দেড় কোটি টাকা। সেই অর্থের পুরোটাই দিতেন সাবেক মন্ত্রী বর্তমানে সিবিআই হেফাজতে থাকা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সেলফোন বাজেয়াপ্ত করেছিল ইডি। তারপর তা ফরেনসিকে পাঠানো হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা ডিলিট করা মেসেজ খুঁজে বের করেন। সেখান থেকেই দেখা যায়, পার্থ চট্টোপাধ্যায় অর্পিতার ৩১টি বিমা পলিসির প্রিমিয়াম দিতেন। তারপর ব্যাংকে গিয়ে সেই তথ্য যাচাই করেন ইডি অফিসাররা। দেখা যায়, ২০১৫ সালে পলিসিগুলো করা হয়। সাত বছর ধরেই পার্থ চট্টোপাধ্যায় প্রিমিয়াম দিয়েছেন। অধিকাংশ পলিসিতে পার্থকেই নমিনি করা হয়েছে। ডিডবিøউ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন