শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অজ্ঞান পার্টির খপ্পরে পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর সায়দাবাদ থেকে গতকাল বুধবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শামসুল আলম নামে ওই সদস্যকে (কনস্টেবল নম্বর ১৪৮১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তাকে উদ্ধার করা সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির এএসআই মো. নজরুল ইসলাম জানান, গতকাল বিকেলে সায়দাবাদ বাস টার্মিনালের রেলগেটে বলাকা কাউন্টারের সামনে থেকে শামসুল আলমকে উদ্ধার করা হয়।

তার সঙ্গে থাকা আইডি কার্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তার সঙ্গে আইডি কার্ড ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।

নজরুল ইসলাম আরও জানান, একটি জরুরি কাজে খিলগাঁও গিয়েছিলেন শামসুল আলম। সেখান থেকে বলাকা পরিবহনে ফেরার পথে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে কিছু খাইয়ে অচেতন করে ফেলে রাখে। ঢাকা মেডিকল জরুরি বিভাগে পাকস্থলী পরিষ্কারের পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন