চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে টিসিবির পণ্য মুদি দোকানে মজুদ করার সময় একটি ট্রাক জব্দ ও চালক-হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও এলাকায় সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। জব্দকৃত টিসিবির পণ্যের মধ্যে ৬৪০ লিটার সয়াবিন তেল, ৩২০ কেজি চিনি ও ৬৫০ কেজি মসুর ডাল। জানা গেছে, এসব পণ্য খোলাবাজারে বিক্রয়ের জন্য ডিলার আমান অ্যান্ড ব্রাদার্সকে দেয়া হয়। কিন্তু তা না করে এসব পণ্য মুদি দোকানে বিক্রি করা হচ্ছিল।
মন্তব্য করুন