ফুলতলার আইয়ান জুট মিলের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার দক্ষিণডিহি এলাকায় অবস্থিত এই জুট মিলের ৩ নম্বর গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে। গতকাল দুপুর নাগাদ আগুন পুরোপুরি নিভে যায়। এতে ২৫ কোটি টাকার ক্ষতি হতে পারে বলে দাবি মিল কর্তৃপক্ষের।
আইয়ান জুট মিলের মালিক ফেরদৌস ভুঁইয়া বলেন, রাত ১০টায় মোবাইলে খবর পেয়ে মিলে এসে দেখি মিলের ৩ নম্বর পাট গুদামে আগুন জ¦লছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও মিলের শ্রমিক-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষণে গুদামের বিপুল পরিমান পাট পুড়ে যায়। এতে আনুমানিক ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি।
খুলনার ফায়ার সার্ভিসের সহকারী-পরিচালক মো. ফারুক শিকদার জানান, রাত ১০টার দিকে খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। ভোররাত সাড়ে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমান নিরূপণ করা হবে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস তালুকদার জানান, খবর শুনে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা সহায়তা করে। পোটের আগুন পুরোপুরি নিভাতে সময় লাগে। দুপুরে আর আগুন দেখা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন