মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিয়েছে বিএনপি। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শাওনের বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন এবং পরিবারের দায়িত্ব নিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ। বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত হন যুবদলকর্মী শাওন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন