শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পাঁচ দিনেও খোঁজ মেলেনি শিক্ষার্থী রাতুলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ এএম

রাতুল হাসান। রাজধানীর ডেমরা থানাধীন শামীম শিকদার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র। গত ২২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ এ মেধাবী শিক্ষার্থী। সে আত্মগোপনে আছে নাকি অপহরণ কিংবা অন্য কোন ঘটনার শিকার হয়েছে সে ব্যাপারে নিশ্চিত নয় রাতুলের পরিবার। এদিকে ৫ দিন ধরে সন্তান নিখোঁজ থাকায় উদ্বিগ্ন উৎকন্ঠায় রয়েছেন তার বাবা-মা। রাতুলের বাবা মুন্না জানিয়েছেন, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় ডেমরার বাঁশেরপুলের বাসা থেকে বের হয় তার ছেলে রাতুল হাসান। এর আগে লেখাপড়া নিয়ে বকা দেয়ায় একটু অভিমান করেছিলো। ঘটনার দিন রাতে বাসায় না ফেরায় সবাই মনে করেছিলাম হয়তো অভিমান করে কোন আত্মীয়ের বাসায় অবস্থান করছে রাতুল। পরদিন থেকে প্রত্যেক স্বজন এমনকি রাতুলের বন্ধু বান্ধবের বাড়িতে গিয়েও খোঁজ নেয়া হয়, কিন্তু রাতুলকে পাওয়া যায়নি। মুন্না বলেন, এ ব্যাপারে গত রোববার ডেমরা থানায়একটি সাধারণ ডাইরি (নং-১১৯৩) দায়ের করা হয়। গতকাল সোমবার রাত ৮টা পর্যন্ত পুলিশ রাতুলের খোঁজ পায়নি। পুলিশ বলছে, তাকে উদ্ধারে জোর চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন