শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

অ্যাস্টোরিয়ন ও বডি লাইনকে ২ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৭ এএম

বিদেশি ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী সামগ্রী নিজেদের ইচ্ছেমতো অধিক দামে বিক্রি করছিল লাইফস্টাইল আউটলেট অ্যাস্টোরিয়ন ও বডি লাইন। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল সোমবার রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান করে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদফতরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান। আব্দুল জব্বার মন্ডল জানান, আমদানিকারকের স্টিকার ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর দাম নিজেদের ইচ্ছেমতো নির্ধারণ করে বিক্রি করছিল অ্যাস্টোরিয়ন ও বডি লাইন। এ অপরাধে প্রতিষ্ঠান দুটিকে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন