স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা থানা এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে ইয়াসিন বিন শহীদ ওরফে জোহেব নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট (সিটি)।
ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল অভিযান চালিয়ে হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে ইয়াসিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির নতুন গ্রুপের সক্রিয় সদস্য এবং সংগঠনের জন্য নতুন সদস্য সংগ্রহ ও তাদের প্রশিক্ষণের দায়িত্ব পালনের কথা স্বীকার করে। এছাড়া সে রমনা এলাকায় বড় ধরণের নাশকতার পরিকল্পনা জানায়। তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন