শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির ৭ সদস্যের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২২, ১২:০৩ এএম

হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানীর পরিচালনা কমিটির ৭ জন সদস্যের জামিন মঞ্জুর করেছেন আদালত। তারা যুক্তরাজ্যের নাগরিক। গত ৩ আগস্ট ৮ জনকে আসামি করে মাগুরা প্রথম শ্রেণীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমান পাল এর আদালতে ৪ জন বাদি হয়ে পৃথক ৪টি অর্থ জালিয়াতির মামলা করেন।
পুলিশ এ মামলায় ওয়ারেন্টভ‚ক্ত মো. জামাল উদ্দিন, আব্দুর রব, মো. কামাল মিয়া, মো. জামাল মিয়া, মো. আব্দুল আহাদ, মো. আব্দুর রাজ্জাক, মো. আব্দুল হাই ও ফয়জুল হককে ২১ সেপ্টেম্বর হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স মতিঝিল প্রধান শাখা থেকে গ্রেফতার করে।

আটককৃতরা সিলেটের অধিবাসী হলেও বর্তমানে যুক্তরাজ্যের নাগরিক হিসাবে সেখানে বসবাস করেন। অফিসের বার্ষিক সভায় যোগদান করতে ২১ সেপ্টেম্বর তারা ঢাকায় এসেছিল।
গতকাল বৃহস্পতিবার মাগুরার প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল এর আদালতে আসামিদের পক্ষে অ্যাড শফিকুজ্জামান বাচ্চু জামিন আবদেন করেন। দীর্ঘ শুনানীর পর আপোষ মীমাংসার শর্তে জামিন মঞ্জুর করেছেন।

বাদি পক্ষের আইনজীবি অলিপ বিশ্বাস জানান, বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না পেয়ে মাগুরা আদালতে মামলা হয়। পুলিশ আসামিদের গ্রেফতার করে আদালতে হাজির করলে মীমাংশা শর্তে তাদের জামিন মঞ্জুর করেছেন।

উল্লেখ্য গত ৩ আগস্ট তারিখে প্রায় ১৫ লাখ টাকা দাবি করে ১১৮ জন গ্রাহকের পক্ষে শালিখা উপজেলা অফিসের ঠিকানায় চার জন বাদি হয়ে হোমল্যান্ড পরিচালনা পর্ষদের ৮ জনকে আসামি করে ৪০৬ ও ৪২০ ধারায় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল এর আদালতের মামলা দায়ের করে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন