শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসুন : ত্রাণ তহবিলে দেয়া দান গ্রহণকালে শেখ হাসিনা

| প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আর্তমানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীতার্ত মানুষের জন্য ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক’স-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া কম্বল গ্রহণের সময় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কম্বল গ্রহণ করেন। এ সময় ব্যাংকগুলোকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল  নাসের চৌধুরী, ব্যাংক মালিক সংগঠনের প্রেসিডেন্ট নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, যখনই আহ্বান জানিয়েছে আর্তমানবতার সেবায় ব্যাংকগুলো এগিয়ে এসেছে। বাংলাদেশের উন্নয়নে বেসরকারি ব্যাংকগুলোর অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কম্বল বিতরণ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকায় শীত খুব একটা না পড়লেও ঢাকার বাইরে শীত পড়ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন