শরিয়ত ও তরিকত দুটোই একে অপরের পরিপূরক। শরিয়ত ছাড়া তরিকত চর্চা অর্থহীন। আবার তরিকত উপেক্ষা করে শরিয়ত চর্চাও মূল্যহীন। বিশুদ্ধ আত্মা গঠন এবং কর্মের পরিশুদ্ধিতা অর্জনে শরিয়ত-তরিকত দুটোর চর্চাই জরুরি। আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে জশনে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের ষষ্ঠ দিনে রোববার রাতে বক্তারা এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন। প্রধান অতিথি ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, মাওলানা আহমদ হোসাইন আলকাদেরী, মাওলানা আহমদ রেজা নক্সবন্দী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা শায়ের মুখতার আহমদ রজভী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন