জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার (৪ অক্টোবর) বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক মোঃ কাউসার আমীর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জাতীয় গ্রিডের অপারেশনাল বডি, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) সাথে আমরা বিষয়টি সমাধানে সমন্বয় করছি।
এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র বজিউজ্জামান সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে বিদ্যুৎ বিভ্রাটের সঠিক কারণ সম্পর্কে এখনো কেউ নিশ্চিত করতে পারেনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন