শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ফরিদপুর-২ আসনে নৌকা পেলেন লাবু চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মরহুম সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে (ফরিদপুর-২) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু।

গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থিতা চূড়ান্ত হয় বলে সূত্র জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা

গত ১২ সেপ্টেম্বর মারা যান আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি খ্যাত সৈয়দা সাজেদা চৌধুরী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর তার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর জানিয়েছে, এই সময়ে মোট ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই ১৭ জনের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবুও ছিলেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
A.b rowf ৬ নভেম্বর, ২০২২, ৬:২১ পিএম says : 0
শাহদাব আকবর লাবু চৌধুরী এর ব্যক্তিগত তথ্য জানতে চাই
Total Reply(0)
A.b rowf ৬ নভেম্বর, ২০২২, ৬:২১ পিএম says : 0
শাহদাব আকবর লাবু চৌধুরী এর ব্যক্তিগত তথ্য জানতে চাই
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন