পবিত্র ঈদ-এ-মিলাদ্নুবী (সা.) উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাষ্ট ঢাকার উদ্যোগ মাহাম্মদপুরস্থ কাদরিয়া তৈয়্যবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা থেকে এক আজিমুশ্বান জশনে জুলুছ (ধর্মীয় র্যালী) বের করা হবে। জশনে জুলুছে নেতৃত্ব দেবেন আওলাদে রাসুল (সা.) আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ। জুলুছ শেষে মাদরাসা ময়দান মাহফিল অনুষ্ঠিত হবে। আওলাদে রাসুল (সা.) আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ আজ বুধবার পাকিস্তাব থেকে বাংলাদেশে আসছেন। উক্ত জুলুছ ও মাহফিল উপস্থিত থাকবেন প্রখ্যাত ওলামায়করাম, দেশবরণ্য গবেষক, ইসলামি চিন্তাবিদ, শিক্ষানুরাগী এবং সরকারি-বেসরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মোনাজাত পরিচালনা করবেন আল্লামা আলহাজ সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন