ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়া আমাদের দুনিয়া থেকে মুছে ফেলতে চায়’। আজ সোমবার সকালে ইউক্রেনের একাধিক শহরে একযোগে হামলা শুরু হওয়ার পর এ মন্তব্য করেছেন তিনি।
টেলিগ্রামে দেওয়া একটি পোস্টে লভিভ, কিয়েভ, জাপোরিঝিয়া ও ডিনিপ্রোতে বিস্ফোরণের কথা উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনজুড়ে শুধু বিমান হামলার সাইরেন বাজছেই। দুর্ভাগ্যজনকভাবে হতাহতের ঘটনা বেড়েই চলেছে।’
টানা কয়েক মাস বিরতির পর এই প্রথমবারের মতো কিয়েভে হামলা চালানো হলো। ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিকে রাজধানী কিয়েভে হামলা হলেও পরে এই হামলার লক্ষ্যস্থল দেশের দক্ষিণাঞ্চলে সরে যায়।
আজকের বিস্ফোরণগুলো পূর্বের চেয়ে অনেক জোরালো ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছেন বিবিসির সংবাদদাতা পল অ্যাডামস।
এই হামলায় ৮ জন মারা গেছে বলে জানা গেছে। ইউক্রেনের জরুরি পরিষেবা এই তথ্য জানিয়েছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে, বলেছে কর্তৃপক্ষ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন