শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পুরনো রূপে রাজধানী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

টানা তিন দিন সরকারি ছুটি থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল গতকাল সোমবার। এদিন সকাল থেকেই অফিসগামী যাত্রী ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের গণপরিবহনের পেছনে ছুটতে দেখা যায়। পাশাপাশি সড়কে ছিল গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর গুলিস্তান, মতিঝিল, পল্টন, নিউমার্কেট, সায়েন্সল্যাব, এয়ারপোর্ট রোড, বনানী, কাকলী, মহাখালী, কারওয়ান বাজার, বাংলামোটর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়। শনির আখড়া এলাকা থেকে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে যাত্রীদের বাসে বসে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। বাস চালকরা বলেন, সকাল ৭ টা থেকে ২ ট্রিপ মেরেছি। তখন পর্যন্ত রাস্তায় তেমন জ্যাম পাইনি। এখন সকাল ১১ টা বাজতে চললো, বেল বাড়ায় সাথে-সাথে রাস্তায় বাড়তে শুরু করেছে যানজট। বাস যাত্রীরা বলেন, সকাল থেকে রাস্তায় যানজট। সকাল ৮ টায় আমি মিরপুর কালশী মোড় থেকে বনানীর উদ্দেশ রওনা দিয়েছিলাম আমার পৌঁছাতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। সোমবার সকাল থেকে রাস্তায় অনেক যানজট। একারণে ইসিবি মাটিকাটা থেকে সিএনজিচালিত অটোরিকশা ও রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল যেতে চাইছে না তেজগাঁও নাবিস্কো। বাধ্য হয়ে উঠেছি গণপরিবহনে। এখন ভেঙে-ভেঙে যাব গন্তব্যস্থলে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন