শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

র‌্যাবের অভিযানে ১৩ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র , একটি এন্টিকাটার, পাঁচটি ব্লেড, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইলফোন এবং নগদ ২৮০ টাকা উদ্ধার করা হয়।

গতকাল বুধবার র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গত মঙ্গলবার রাতে রাজধানীতে র‌্যাব-৩ একাধিক অভিযান চালায়। অভিযানে শাহজাহানপুর, মতিঝিল এবং পল্টন থানাধীন এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ১৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

এরা হলো,পারভেজ, জসিম, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, বাদশা চৌকিদার, জাহিদুল হাসান হৃদয়, মিলন, মোজ্জাম্মেল হক, মারুফ, আরিফ হোসেন ও সোহেল, সাকিব ও আকাশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন