শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী সউদী আরামকোর ভয়াবহ সতর্কতা

বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২২, ১২:০২ এএম


বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী সংস্থা সউদী আরামকো বলেছে, বিশ্বব্যাপী তেলের বাজারে ঘাটতি রয়েছে। এবং এটি এমন একটি বিশ্বের জন্য শুভ সূচনা করে না, যেটি এখনও জীবাশ্ম জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীল। লন্ডনে এক সম্মেলনে সউদী আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের বলেন, ‘বর্তমানে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা অত্যন্ত কম। যদি চীনের বাজার খুলে যায়, অর্থনীতিটি উন্নতি হতে শুরু করে বা বিমান শিল্প আরো জেট জ্বালানি চাওয়া শুরু করে, তাহলে আপনারা এ অতিরিক্ত ক্ষমতা নিঃশেষ করে ফেলবেন।’ নাসের সতর্ক করেছেন যে, তেলের দাম দ্রæত আবার বাড়তে পারে।

তিনি বলেন, ‘যখন আপনি সেই অতিরিক্ত ক্ষমতা ব্যয় করবেন, তখন বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত হবে। ইতঃস্তত বোধ করার, কোনো বাধা দেয়ার উপায় থাকবে না, বিশ্ব কোথাও কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটার কোনো সুযোগ থাকবে না।’ সূত্র : মানি ওয়াইজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন