প্রায় সাড়ে ৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ চোরাইকারী বাবা-ছেলেকে আটক করেছে মাদারীপুরের র্যাব-৮ এর সদস্যরা। উদ্ধার হওয়া কষ্টিপাথরের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। গতকাল বিকেল সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন র্যাব-৮ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল মাহমুদ। লেফটেনেন্ট কর্ণেল মাহমুদ জানান, র্যাব-৮ এর কোম্পানী কমান্ডারকে এমশাইখ আকতার নেতৃত্বে গত শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চরডোবাইল এলাকায় মোস্তফা খলিফার বাড়ীতে অভিযান চালায়। এসময় ক্রয়-বিক্রয় কালেতার বাড়ী থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে থাকা আরো তিনটি নকল কষ্টিপাথর, কিছু মূল্যবান ধাতবমুদ্রা ও দুটো সিম কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে তার ছেলে ইমরান খলিফার সম্পৃক্ততা থাকা তাকেও আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে দেশের মূল্যবান প্রতœত্বাত্তিক সম্পদ চোরাচালান কারবারি সাথে জড়িতবলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন