শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

চর হাওর বাঁওড় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন অসম্ভব বলে মনে করেন নির্বাচিত জনপ্রতিনিধিসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। তারা বলেন, চর হাওর বাঁওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। উন্নয়ন সমন্বয় আয়োজিত ‘সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং অতি দারিদ্র্যমুক্ত বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তারা এ মতামত ব্যক্ত করেছেন। মঙ্গলবার রাজধানীর মোহাম্মদপুরে ওয়াইডাব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ডেপুটি স্পিকার কৃষক-শ্রমিকের শ্রমে-ঘামে আজকের এই প্রবৃদ্ধি উল্লেখ করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে চর, হাওর, বাঁওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ নজর দিতে হবে। তাদের দরিদ্র রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম এবং সাধারণের প্রতি মমত্ববোধের কারণেই আজ এসব প্রান্তিক জনগোষ্ঠী মধ্যম আয়ের জনতার কাতারে পৌঁছাতে সক্ষম হচ্ছে। তার প্রচেষ্টায় বাংলাদেশ এমডিজি অর্জনে সফল হয়েছে। এখন ২০৩০ সালের আগেই বাংলাদেশ এসডিজি অর্জনে সমর্থ হবে। আর এসডিজি অর্জন হলে সম্পদের  বৈষম্য কমে যাবে। বাংলাদেশে অতি দরিদ্র বলে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে দ্রুত উন্নয়ন হচ্ছে তা এখন উন্নত বিশ্বের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদ। প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া। বৈঠকে সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন, ছবি বিশ্বাস, ইসরাফিল আলম, টিপু সুলতান, মো. আয়েন উদ্দিন, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, ফরহাদ হাসেন, নুরুল ইসলাম ওমর ও জেবুন্নেসা আফরোজ এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা বক্তব্য দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন