শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

রাউজানে বায়তুশ শরফের মাহফিল অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ, আঞ্জুমনে নওজোয়ান ও মজলিসুল ওলামা বাংলাদেশ রাউজান উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এম জে স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। এতে প্রধান বক্তা ছিলেন, মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আল্লামা মামুনুর রশীদ নূরী, বিশেষ অতিথি ছিলেন, বহদ্দারহাট সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহিউদ্দিন মাহবুব, মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী শিহাব উদ্দিন।
বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ রাউজানের সভাপতি মাস্টার শাহ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, মজলিসুল ওলামা বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আবদুর রহিম, আঞ্জুমনে নওজোয়ানের উপদেষ্টা জে. কে হাসপাতালের পরিচালক হাবিব খান, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আবদুল মান্নান, মাওলানা আবদুল কাদের, জাবের হোসেন মিন্টু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আনোয়ার চৌধুরীর প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন