রফতানীযোগ্য চিংড়ির ওজন বাড়াতে সিরিঞ্জ দিয়ে অপদ্রব্য (জেলী) পুশকালে র্যাবের অভিযানে ১০ জনকে জরিমানা করা হয়েছে। গত সোমবার রাতে খুলনার রূপসা ফেরীঘাট এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে অভিযান চালায় র্যাব। গতকাল র্যাব-৬ জানায়, গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা জেলার রূপসা থানাধীন রূপসা ফেরীঘাট এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এসময় হাতেনাতে ১০ জনকে আটক করা হয়। অভিযানকালে সুফি ফিস এর ম্যানেজার মিজানকে ১২ হাজার টাকা, আল রাফি ফিস এর ম্যানেজার ওবায়দুল হাওলাদারকে ৫ হাজার টাকা, তাদের কর্মচারী মো. আল-আমিনকে ৪ হাজার টাকা, মো. খায়রুল, মো. জাহাঙ্গীর, মো. সাগর, মিজানুর রহমান, রুহুল শেখ, মো. রনি ও মো. মিরন এর প্রত্যেককে ৮ হাজার টাকা করে সর্বমোট ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মৎস্য আড়ৎগুলো থেকে অপদ্রব্য পুশকৃত ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন