ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় থেকে বাংলাদেশের ভূ-খণ্ড ব্যবহার করে পরিবহন করে নিয়ে আসা ভারতীয় ট্রানজিট কনটেইনারসহ ‘এমভি ট্রান্স সমুদেরা’ জাহাজ চট্টগ্রাম বন্দর ছেড়েছে। গতকাল সকালে জাহাজটি অন্যান্য পণ্যের সাথে ট্রানজিটের এক কনটেইনার চা পাতা নিয়ে কলকাতার উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। এর আগে একই জাহাজে ভারত থেকে এক কনটেইনার রড কলকাতা থেকে চট্টগ্রাম বন্দর হয়ে নিয়ে যাওয়া হয় ভারতে।
বাংলাদেশের বন্দর ও সড়কপথ ব্যবহার করে ভারতের পণ্য ভারতে পরিবহনের জন্য ২০১৮ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। স্বাক্ষরিত চুক্তি কার্যকর করার লক্ষ্যে গৃহীত ট্রায়াল রানের অংশ ওই চালানটি কলকাতা শ্যামাপ্রসাদ বন্দরে পৌঁছানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন