কর্পোরেট রিপোর্ট : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে কর্মসংস্থানের মূল ¯্রােতে আনতে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে সোমবার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান ‘মার্স সল্যুশন লিমিটেডের’ আইটি সাপোর্ট সার্ভিস উদ্বোধন করা হয়। এ সময় পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী আবুল কাশেম, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে তাদের স্বকর্মসংস্থান, চাকরি কিংবা মজুরিভিত্তিক কাজের উপযোগী করে গড়ে তোলা হবে। অর্থ মন্ত্রণালয়ের স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট (এসইআইপি) প্রোগ্রামের আওতায় দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন হবে। কর্মসূচির অধীনে অতিদরিদ্র পরিবারের ১০ হাজার বেকার তরুণকে ৩ মাস ও ৬ মাস মেয়াদি প্রশিক্ষণ দেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন