শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতিবাদে ভাঙচুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মাদাম তুসোতে রাজা তৃতীয় চার্লসের একটি মোমের প্রতিকৃতিতে ভাঙচুর চালিয়েছে জীবাশ্ম জ্বালানীর প্রতিবাদকারীরা। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে অন্ত্যত ৪ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এক টুইট বার্তায় জানায়, ‘আনুমানিক সকাল ১০টা ৫০ মিনিটে দু’জন লোক রাজা চার্লসের প্রতিকৃতির দিকে খাবার নিক্ষেপ করে এবং ভাংচুর শুরু করে। এঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪ হামলাকারীকে গ্রেফতার করি।’ বেশ কয়েকদিন থেকেই ইউরোপজুড়ে জীবাশ্ম জ্বালানী নিয়ে প্রতিবাদ করে আসছে বিক্ষোভকারীরা। প্রকৃতি বিধ্বংসী জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দ্রæত পদক্ষেপ গ্রহণের দাবিতে তারা প্রতিবাদ করছেন। জলবায়ু পরিবর্তনে জীবাশ্ম জ্বালানির ভ‚মিকার প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য অ্যাক্টিভিস্টরা এমন করছে বলে প্রতিবেদনে বলা হয়। দিন কয়েক আগে লন্ডনের এক মিউজিয়ামে ভ্যান গগের বিখ্যাত ছবি ‘সানফ্লাওয়ার’-এ টমেটো স্যুপ ছুঁড়েছিল দুই তরুণী। তাদেরও দাবি ছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। আর এবার পচা আলু ছোঁড়া হল ক্লদ মনের বিখ্যাত ছবি ‘লে মিউলে’তে। ছবিটি তেলরঙে আঁকা অপূর্ব এক প্রাকৃতিক দৃশ্য। ভাইরাল হওয়া ভিডিওটিতে হামলাকারীদের উন্মত্ত আচরণের পাশাপাশি তাদের কথাও শোনা গিয়েছে। বলা হচ্ছে, “মানুষ ভুখা, জমে যাচ্ছে, মরে যাচ্ছে। আমরা গুরুতর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছি। এরপর টমেটো স্যুপ, আলুও জুটবে না। এর জন্যই আমরা ওসব ছুঁড়ে সচেতন করতে চাইছি। আমরা আসলে ভয় পাচ্ছি। কারণ, ২০৫০ সালের মধ্যে আমরা আর খেতে পারব না। এসব ভবিষ্যৎবাণী করছেন বিজ্ঞানীরা। ভয় তো হবেই।” সিএনএন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন