শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সউদী আরামকোর মুনাফা ৪ হাজার ২৪০ কোটি ডলার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

বিশ্বের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান যেখানে ধুকছে সেখানে বড় অংকের মুনাফা ঘরে তুলেছে সউদী আরামকো। তৃতীয় প্রান্তিকে সউদী আরবের রাষ্ট্রনিয়ন্ত্রিত জ্বালানি জায়ান্টটির মুনাফা হয়েছে ৪ হাজার ২৪০ কোটি ডলার। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তৃতীয় প্রান্তিকে সউদী আরামকোর চাঙ্গা মুনাফায় ভর করে লোহিত সাগর উপকূলে ভবিষ্যতের নগরী গড়ার কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে রিয়াদ। রাষ্ট্রায়ত্ত কোম্পানিটি সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ এগিয়ে নেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এক বিবৃতিতে সিইও আমিন এইচ নাসের বলেন, অব্যাহত অর্থনৈতিক অনিশ্চয়তায় বিশ্বজুড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শক্তিশালী রয়েছে। সাশ্রয়ী জ্বালানির প্রয়োজনীয়তা সহসাই হ্রাস পাচ্ছেনা বিধায় এ দশকের বাকি সময়টাতেও জীবাশ্ম জ্বালানির বাজার চাঙ্গা থাকছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজার আদর্শ অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে বিক্রি হয়েছে। ২০২১ সালে বিশ্ব অর্থনীতি পুনরোদ্ধারের ধারায় ফিরলেও ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বিশ্বের অনেক দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়। রাশিয়ার ইউক্রেন আক্রমণ, চীনে প্রলম্ভিত লকডাউন এতে গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে। চলমান মূল্যস্ফীতি, সরবরাহ চেইন সংকট এবং ভোক্তা চাহিদা পতনের ফলে বেশিরভাগ বৃহৎ কোম্পানিরই আয় কমেছে। তবে এতে ব্যতিক্রম বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি সউদী আরামকোর। ইউরোপ, এশিয়াসহ বিশ্বজুড়ে জ্বালানি তেলের উচ্চ চাহিদায় ভর করে বড় অংকের মুনাফা ঘরে তুলেছে এটি। তৃতীয় প্রান্তিকের আগে দ্বিতীয় প্রান্তিকে ৪ হাজার ৮০০ কোটি ডলার মুনাফা করেছিল আরামকো। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন