শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে বাংলাদেশ বইমেলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২২, ৬:৫৪ পিএম

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বইমেলা ও বঙ্গ সংস্কৃতি অনুষ্ঠান। মেলায় দেশ বিদেশের প্রখ্যাত কবি-লেখকরা অংশ নেবেন। তুলে ধরা হবে বাংলাদেশের শিল্প-সংস্কৃতি। এরই পরিপ্রেক্ষিতে দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চলছে মেলার চূড়ান্ত প্রস্তুতি।

শুক্রবার (৪ নভেম্বর) দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে মেলার উদ্বোধন হবে।

বইমেলা ঘিরে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিমনা মানুষদের আনাগোনায় মেলা জমে উঠবে বলে প্রত্যাশা করছেন প্রবাসীরা। এছাড়া, থাকবে নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

স্থানীয় কবি-সাহিত্যিকদের পাশাপাশি মেলায় অংশ নেবেন আমিরাত ও ভারতের বেশ কয়েকজন লেখক। বাংলাদেশি জনপ্রিয় লেখকরাও মেলায় উপস্থিত থেকে ইতিহাসের সাক্ষী হবেন।

তিন দিনের এই মেলায় থাকবে ৭০টিরও বেশি স্টল। বাংলাদেশ থেকে সৃজনশীল প্রায় ৩০টি প্রকাশনী সংস্থা এতে অংশ নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন