শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

বুর্জ খলিফার পাশে বহুতল ভবনে ভয়াবহ আগুন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২২, ৮:০০ পিএম

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুবাইর এক বহুতল ভবনে। বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার খুব কাছেই এর অবস্থান। আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ ডটকমের খবর।
আজ সোমবার (৭ নভেম্বর) ভোরে আগুন ছড়ানোর কয়েক ঘণ্টার মধ্যে সেটি নিয়ন্ত্রণে আনা হয়।
বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বুলেভার্ড ওয়াক নামের ভবনটির নীচতলা থেকে ছাদ পর্যন্ত একপাশে হয় এই অগ্নিকাণ্ড। অবশ্য, তাতে কেউ হতাহত হয়েছে কিনা সেটি জানায়নি কর্তৃপক্ষ। এমনকি, কী কারণে গোটা ভবনে আগুন ছড়িয়েছিল, সে ব্যাপারেও মুখ খুলতে নারাজ দুবাই পুলিশ এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
তবে, ধসে পড়ার শঙ্কায় সরানো হয়েছে ভবনটির বাসিন্দাদের। গেলো কয়েক বছর ধরে দুবাইর আকাশচুম্বী ভবনগুলোয় ঘটছে অগ্নিকাণ্ড। ভবনগুলোতে রাসায়নিক রঙের আস্তরণ ব্যবহারের ইস্যুতে প্রশ্ন উঠছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন