প্রবাসে গার্মেন্টস শিল্পের উন্নয়নের মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে হবে উল্লেখ করে আরব আমিরাত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা বলছেন, সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের সুযোগ-সুবিধা সৃষ্টির পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে হবে। গত বৃহস্পতিবার রাতে রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আজমান, আরব আমিরাত-এর উদ্যোগে স্থানীয় মালাবার রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত আমিরাতে ‘গার্মেন্টস শিল্পের বর্তমান সঙ্কট নিরসনে আমাদের করনীয়› শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন।
সংগঠনের সভাপতি ইমন মোহাম্মদ হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন। বিশেষ আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মাহতাব আহমদ, রেডিমেইড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আজমানের প্রধান উপদেষ্টা হুমায়ূন কবির, বাংলাদেশ বিজনেস কাউন্সিল আজমানের সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন, আজমানের উপদেষ্টা সিদ্দিকুর রহমান সিদ্দিক, লোকমান খান, নুরুল আমীন, শহিদুল ইসলাম, সাইদ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মো. ছালাউদ্দিন আরিফ, সিনিয়র সহ-সভাপতি শামিম আহমদ, সহ- সভাপতি মিসবাহউদ্দিন গাজী, সুমন আহমদ, নাছির উদ্দিন, শফিকুল ইসলাম, জাফর ইকবাল, রফিকুল ইসলাম, মুরাদ, দুলাল সরকার, আব্দুল মতিন, হিরন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম দপ্তর সম্পাদক মো. মাহমুদ আলম, সহ-সাধারণ সম্পাদক বাহাদুর মামুন, হযরত আলী, মনির, মাইনউদ্দিন, সেলিম, আশরাফুল, সহ-সাংগঠনিক সম্পাদক মান্নান, মনির, শফিক, সোয়েব, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও সালাউদ্দিন রনিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
***************
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন