উত্তেজিত জনতার তোপের মুখে পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হলেন পর্তুগালের অর্থমন্ত্রী অ্যান্তেনিও কোস্তা ই সিলভা। জলবায়ু সংকট মোকাবেলায় ব্যর্থতা ও দূষণকারী প্রতিষ্ঠানের সাথে সখ্যতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবিলম্বে অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন পরিবেশকর্মীরা। খবর রয়টার্সের।
শনিবার (১২ নভেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে ঘটে এ ঘটনা। এদিন সকাল থেকেই রাজপথে নামে হাজারো জনতা। মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় একটি সরকারি ভবনের সামনে দাঁড়িয়ে পড়ে দলটি। সেখানে এক অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছিলেন অর্থমন্ত্রী। অবিলম্বে তার সরে যাওয়ার দাবিতে সরকারি ভবনটির সামনেই শ্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। ভবনের ভেতর ঢুকে পড়ে বিক্ষুব্ধদের একটি অংশ। এ সময় ভাঙচুরও চালান তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ব্যবস্থা নিলেও শতশত বিক্ষোভকারীকে সামলাতে হিমশিম খাচ্ছিল তারা। এরই এক ফাঁকে ভবনের পেছনের দরজা দিয়ে নিরাপদে বের করে নেয়া হয় মন্ত্রীকে। মিসরে কপ টোয়েন্টি সেভেন সম্মেলন শুরুর পর থেকেই আন্দোলন জোরদার করেছে পর্তুগালের পরিবেশ কর্মীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন