ঢাকায় নিযুক্ত জাপান রাষ্ট্রদূত ইতো নাওকি জানিয়েছেন, মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। সোমবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইতো নাওকি বলেন, প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ, তবে দেশটির বর্তমান পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়।
এছাড়া বাংলাদেশে আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সহযোগিতা করতে আন্তর্জাতিক মহল এগিয়ে আসবে বলে আশা করছেন তিনি। বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত। একই সঙ্গে সহিংসতা নিয়েও উদ্বেগ আগে থেকেই আছে। তবে এবারে তেমনটি না হওয়ার বিষয়েও আশাবাদী তারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন