শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

১০ ডিসেম্বরের আগে বা পরেও ফয়সালা হতে পারে

জাতীয় প্রেসক্লাবে দুদু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১২:০১ এএম

১০ ডিসেম্বরই নয়, এর আগেও ফয়সালা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুুদু। তিনি বলেন, আগামী দিন বিএনপির। সরকার (আওয়ামী লীগ) যাঁদের গুম করেছে, তাঁদের ফেরত দিতে হবে। বর্তমান পরিস্থিতির ফয়সালা যে আগামী ১০ তারিখের সমাবেশে হবে, এমন না। এর আগেও হতে পারে, পরেও হতে পারে। সরকার পরিস্থিতির আলামত দেখে বুঝতে পেরেছে, আগামী দিন বিএনপির।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান বলেন, বাংলাদেশে বর্তমানে এমন একটা শাসন প্রত্যক্ষ করছি। যা ৫১ বছরে কখনো দেখিনি। কিছু অসাধু ব্যবসায়ী, আদর্শহীন রাজনৈতিক, এদের দাপট অকল্পনীয়। সরকার আশ্রিত কিছু সাংবাদিক, বিপথগামী সাংবাদিক বললে ভালো হয়। নিজের স্বার্থে, আপন স্বার্থে, গোষ্ঠীর স্বার্থে আজ তাঁরা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানাচ্ছে।
তিনি বলেন, এমন অগণতান্ত্রিক রাষ্ট্র পৃথিবীতে আর দেখা গেছে কি না, সন্দেহ আছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে রাখা হয়েছে। সংবিধানের যা বিধান আছে, তাতে তিনি জামিনপ্রাপ্ত। কিন্তু তাঁকে বন্দী করে রাখা হয়েছে। অথচ সাবেক এক সেনাপ্রধানের ভাই প্রেসিডেন্টের ক্ষমাপ্রাপ্ত হয়ে দেশ ছেড়ে চলে গেছেন। তিনি মালয়েশিয়া যাওয়ার পরে আমরা ঘটনা জেনেছি।
শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ ঢাকা শহরে যদি সমাবেশ করতে বাধা দেয়, তবে এই সমাবেশ ঢাকা শহরজুড়ে হবে। শুধু এক দিন নয়, সপ্তাহব্যাপী হবে। এভাবে বাধা দিয়ে বিএনপির জনপ্রিয়তা বন্ধ করা যাবে না। এ সরকারের অন্যায়ের প্রতিবাদ করে আজ যাঁরা ক্ষতিগ্রস্ত হবেন, বিএনপি ক্ষমতায় এলে তাঁদের বিবেচনা করবে।
তিনি বলেন, আমরা বলব খালেদা জিয়াকে মুক্তি দিন। না হয় যে জনস্রোত উঠেছে, বেগম জিয়াকে রাখতে পারবেন না। যখন প্রয়োজন হবে, সবাইকে রাজপথে চলে আসতে হবে।
সভায় বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপদেষ্টা নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দুর্ভিক্ষ হবেই। জনগণকে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যয় কমাতে না বলে আপনার সরকারের ব্যয় কমান। গণভবনের, বঙ্গভবনের, সংসদের ব্যয় কমান। দেখবেন কত সাশ্রয় হয়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন