শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জেরুজালেমে জোড়া বিস্ফোরণে নিহত ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

জেরুজালেমে দুটি আলাদা স্থানে বিস্ফোরণে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। বিশেষ করে বাসস্ট্যান্ডে জনসমাগম লক্ষ্য করে এ বিস্ফোরণ ঘটানো হয়। ইসরাইলের চিকিৎসকরা এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার প্রথম বিস্ফোরণটি ঘটে শহরের একটি বাসস্ট্যান্ডে রাখা ডিভাইস থেকে। এতে ১১ জন আহত হন। পরে তাদেরকে হাসপাতালে নেওয়া হলে একজনের মৃত্যু হয়। দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে শহরের আরেক পাশে একটি বাসস্ট্যান্ডে। সেখানে আহত হন আরও তিনজন। ইসরাইলি পুলিশের দাবি, ফিলিস্তিনিরা এ বিস্ফোরণ ঘটিয়েছে। চলতি বছর ইসরাইলের বিভিন্ন স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটে। এরই জেরে পশ্চিম তীরে অভিযান জোরদার করে ইসরাইলি পুলিশ। কিন্তু জেরুজালেমে বিস্ফোরক ব্যবহার করে কয়েক বছরের মধ্যে এ ধরনের হামলা একটি উল্লেখযোগ্য ঘটনা। ইসরাইলের অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে এ বছর দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত একশ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো শঙ্কা প্রকাশ করছে এবং তাদের পরিসংখ্যান বলছে যে নিহত ফিলিস্তিনিদের প্রায় এক পঞ্চমাংশ শিশু, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ হচ্ছে ১৪ বছর বয়সী এক কিশোর। পশ্চিম তীরে নিহত সর্বকনিষ্ঠ ফিলিস্তিনি ছিলেন ১৪ বছর বয়সী মোহাম্মদ সালাহ। গবিবিসি, টিআরটি ওয়ার্ল্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন