শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাজারে আসছে ৫ টাকার নতুন নোট

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন ৫ টাকার নোট। হালকা নীলচে আভার এই নোটটি বাজারে বর্তমান ৫ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময় যোগ্য হবে। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দেশের একটি ইংরেজি দৈনিককে বলেন, বাজারে প্রচলিত ৫ টাকার ব্যাংক নোট ও সরকারি নোট নিয়ে যে বিভ্রান্তি আছে তা দূর করতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ স্বাক্ষরিত এই নোটের দুটি সংস্করণ বাজারে আসছে। উল্লেখ্য, ২০১৬ সালের জুন মাসে অর্থসচিবের স্বাক্ষর করা ৫ (পাঁচ) টাকার নোট বাজারে আসার আগে এটি ব্যাংক নোট হিসাবে ছিল। তবে ৫ জুন প্রথমবারের মতো সরকারি নোট হিসেবে পাঁচ টাকার নোট বাজারে আসে। তার আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এর পরই অর্থসচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার। নতুন ব্যাংক নোটে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখা থাকে তিন জায়গায়। সামনের অংশে বাংলায় একবার, পেছনের অংশে একবার বাংলায় ও একবার ইংরেজিতে। এছাড়া সামনের অংশে টাকার অঙ্ক উল্লেখসহ লেখা থাকে চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। বাজারে প্রচলিত ৫ টাকা থেকে ১ হাজার টাকার নোটে এগুলো আছে। কিন্তু সরকারি নোট হয়ে যাওয়ায় অর্থসচিব স্বাক্ষরিত নতুন পাঁচ টাকার নোটে এই কথাগুলো থাকবে না। লেখা থাকবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন