শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাংলাদেশে যাত্রা শুরু করলো ব্যারাকুডা নেটওয়ার্ক

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি পন্য প্রতিষ্ঠান বারকুডা নেটওয়ার্ক সম্প্রতি বাংলাদেশের ব্যবসায়িক পর্যায়ের ব্যক্তিদের সম্মানে একটি পন্য ও প্রাতিষ্ঠানিক উপস্থাপনা অধিবেশন আয়োজন করে। প্রযুক্তি ভিত্তিক নিরাপত্তা সমাধান, সফটওয়্যার উন্নয়ন সহ তথ্য নিরাপত্তা খাতে আন্তর্জাতিক সুনাম রয়েছে ব্যারাকুডার বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির বাংলাদেশের পরিবেশক টেকনিক কম্পিউটার (প্রাইভেট লিমিটেড) সম্প্রতি ঢাকার গুলশানে একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় পরিচালনার ঘোষনা দেয়। ব্যরাকুডার ভারতীয় অঞ্চলের দেশীয় ব্যবস্থাপক মুরালি উরস এর উপস্থিতিতে এই ব্যবসায়িক সভায় বাংলাদেশের বানিজ্য ক্ষেত্রের দুই শতাধিক প্রতিনিধি যোগ দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Karess ২৫ ডিসেম্বর, ২০১৬, ১১:৪৭ এএম says : 0
this response is perfect. it literally dumbfounds me how every day so much hatred is spewed at people on the internet, and I'm glad you're speaking out against it. a personal attack is a real thing, and people can't just hide behind their keyboards and not expect some backlash. I think everything you do is extremely thoughtful and worthy of praise. you're a TRUE trtsenedter :)
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন