এমনই অনন্য সুন্দর সব কথা মালা দিয়ে সাজানো, একটি নতুন দেশের গানের প্রদর্শনীর মাধ্যমে, বিজয়ের এই মাসে যাত্রা শুরু করল সরকারী মোবাইল ফোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান টেলিটক এর ভিডিও ষ্ট্রিমিং প্ল্যাটফর্ম টেলিফ্লিক্স। চেনো আমাকে শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী। টেলিফ্লিক্স মূলতঃ একটি ভিডিও ষ্ট্রিমিং সার্ভিস যেখান থেকে টেলিটক ব্যবহারকারীরা ষ্ট্রিম করে দেখতে পারবে তাদের পছন্দের সব বাংলা চলচ্চিত্র, টেলিফিল্ম, গান, মিউজিক ভিডিও, নাটক, ধারাবাহিক, স্বাস্থ্য ও বিনোদনের বিশাল এক সম্ভার। ভোক্তারা তাদের মুঠোফোনের মাধ্যমে “টেলিফ্লিক্স” এ সাবস্ক্রাইব করে, অথবা “টেলিফ্লিক্স” অ্যাপ ডাউনলোড করে, দেশের যেকোন জায়গা থেকে, যে কোন মুহুর্তে অনায়াসে দেখতে পারবেন তাদের পছন্দের সব অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, টেলিটক বাংলাদেশ লিমিটেড। সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, তপন চৌধুরীসহ আরোঅন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা অনুষ্ঠান এবং মধ্ব্যাহ্ন ভোজের মধ্য দিয়ে জমকালো এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন