শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ফেড এক দশকে দ্বিতীয়বার সুদের হার বাড়ালো

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : এক বছর বিরতির পর আরেক দফা বেঞ্চমার্ক সুদহার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। দুদিনের বৈঠক শেষে সম্প্রতি সুদহার বৃদ্ধির ঘোষণা দিয়েছেন ফেড চেয়ারম্যান জেনেট ইয়েলেন। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিটির সুদহার বৃদ্ধির প্রভাব পড়েছে শেয়ারবাজার ও মুদ্রাবাজারের ওপর। ২০০৮-০৯ সালের অর্থনৈতিক সংকটের পর এক দশকে দ্বিতীয়বারের মতো সুদহার বাড়ালো ফেড। সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে দশমিক ৭৫ শতাংশ করেছে ফেডারেল ওপেন মার্কেট কমিটি (এফওএমসি)। এর আগে গত বছরের ডিসেম্বরে সুদহার দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট বাড়ায় ফেড। ফেডারেল রিজার্ভ এ বৈঠকে সুদহার দশমিক ৫০ শতাংশ থেকে দশমিক ৭৫ শতাংশের মধ্যে বাড়াতে পাড়ে বলে বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা ছিল। চলতি বছরের শুরু থেকেই ফেডের সুদহার বাড়ানো নিয়ে জল্পনা চলছিল। তবে দুর্বল শ্রমবাজার ও প্রবৃদ্ধি পূর্বাভাসের কারণে বারবার পিছিয়ে এসেছে ফেড। গত বছর সুদহার বাড়ানোর পর থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত সাতবার সুদহার বৃদ্ধির সম্ভাবনা নাকচ করেছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকটি। আগামী বছরেও ক্রমান্বয়ে সুদহার বাড়ানো হবে বলে বৈঠক থেকে জানিয়েছে এফওএমসি। বাজার সংশ্লিষ্টদের মতে, আগামী বছর তিন দফা সুদহার বাড়াতে পারে ফেড। সুদহার বৃদ্ধির ঘোষণার পর ফেড চেয়ারম্যান ইয়েলেন বলেন, সুদহার বৃদ্ধিকে অর্থনীতিতে ‘আস্থা জ্ঞাপন’ হিসেবে দেখা যেতে পারে। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি উন্নতির দিকে রয়েছে। সাম্প্রতিক মাসের পরিসংখ্যানে অর্থনীতি স্থিতিস্থাপক বলে প্রমাণিত হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন