শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

৪৫তম বিসিএসে ক্যাডার হিসেবে ২ হাজার ৩০৯টি পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই বিজ্ঞপ্তিতে নন-ক্যাডারে ১ হাজার ২২ পদে নিয়োগ দেওয়া হবে।

গতকাল বুধবার কমিশনে বিশেষ সভায় এই অনুমোদনের পর রাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়ে শেষ হবে ৩১ ডিসেম্বর। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় পদ সংখ্যা অনুমোদন করেছে। এই বিসিএসে ২৩টি ক্যাডারে জনবল নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। ৫৩৯ জনকে এই ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন ও পুলিশ ক্যাডারে ৮০ জন নিয়োগ পাবেন।

সাধারণ বিসিএসের ক্ষেত্রে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন