পুলিশের ওপর হামলার ঘটনায় রোববার (৪ ডিসেম্বর) পল্টন থানায় করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আদালতে প্রেরণ করে হাজতখানায় রাখা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তে তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন শফি উদ্দিনের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়েছিল। সমাবেশ শেষে তারা প্রেসক্লাব এলাকায় পুলিশের ওপর আকস্মিক অতর্কিত আক্রমণ করে মিছিল বের করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন