শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ : আমরা নজর রাখছি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২২, ১১:৪৬ এএম

বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।

সভা-সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন।

টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।

অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।

বাংলাদেশে বিরোধী দলের ওপর হামলা, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, বিক্ষোভ কর্মসূচিতে প্রাণহানির ঘটনায় উদ্বেগ ও সরকারকে সতর্ক করেছে জাতিসংঘ।
সভা-সমাবেশের অধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ক্লেমেন্ট ভউল বৃহস্পতিবার রাতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি টুইট করেন।

টুইট তিনি বলেন, বাংলাদেশের ঘটনাগুলোর ওপর বিশেষ নজর রাখছে জাতিসংঘ। বিশেষ করে ২০২২ সালের জুলাই মাস থেকে শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা এবং মৃত্যু ঘটানোর মতো প্রাণঘাতী শক্তি প্রয়োগের উদ্বেগজনক খবর আসার পর থেকে তিনি বাংলাদেশের ঘটনাবলি পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের নিশ্চয়তা এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ থেকে বাংলাদেশ সরকারকে অবশ্যই বিরত থাকতে হবে।

অপর এক টুইটে তিনি বলেন, শান্তিপূর্ণ সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী শক্তি প্রয়োগের খবর পেয়ে আমি ২০২১ সালে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে উদ্বেগ প্রকাশ করেছিলাম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন