বাংলাদেশকে বর্তমান সরকার বেহেস্ত বানিয়েছে এবং সড়ক-মহাসড়কে উঠলে কখনো মনে হয় ওয়াশিংটন কখনো টোকিওতে রয়েছি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে মনে প্রশ্ন জাগে এটা কি বাংলাদেশ, নাকি কোনো স্বর্গ বা বেহেশত বানানো হয়েছে। বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গতকাল শনিবার সাভারের রেডিও কলোনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমার বাড়ি টাঙ্গাইল। এই নবীনগর থেকে এবং টাঙ্গাইল যাওয়ার যে রাস্তা, আমি পৃথিবীর বহু দেশে গিয়েছি, প্রায় এমন কোনো দেশ নেই যে যাইনি। কিন্তু যখন চন্দ্রা থেকে টাঙ্গাইলের উদ্দেশে বঙ্গবন্ধু সেতুর দিকে যাই হৃদয় প্রাণ জুড়িয়ে যায়। মনে হয় আমি কি বাংলাদেশে আছি, না আমি ওয়াশিংটনে আছি, টোকিওতে আছি? তিনি আরো বলেন, আপনারা অনেকেই পদ্মাসেতু দেখতে গিয়েছেন। এই মাওয়া থেকে ভাঙ্গা হয়ে গেলে মনে হয় এটা কি বাংলাদেশ? না বাংলাদেশকে আমরা কোনো স্বর্গ বানাচ্ছি, বেহেশত বানাচ্ছি? বিদেশিরা এসেও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।
মন্ত্রী বলেন, বিদেশিরা আমাদের জিজ্ঞেস করে, বাংলাদেশ কীভাবে এত অল্প সময়ে এতো উন্নতি করতে পারল? কীভাবে ঘরে ঘরে বিদ্যুৎ দিতে পারল?
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশের মানুষ বেহেস্তে রয়েছে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন। পরে তিনি এমন কথা বলিনি, সাংবাদিকরা ভুলভাবে উপস্থাপন করেছে ইত্যাদি কথা বলে বিতর্ক থেকে মুক্ত হওয়ার চেস্টা করেন। ##
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন