শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

হেফাজতে ইসলামের জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন ১৭ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ৮:৩১ পিএম

আগামী ১৭ ডিসেম্ব শনিবার সকাল ৯টায় রাজধানী গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে হেফাজতে ইসলমা বাংলাদেশের উদ্যোগে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। আজ সোমবার সকাল নয়টায় জামিয়া ইসলামিয়া মাখজানুল খিলগাঁও মাদরাসায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন করার লক্ষে বাস্তবায়ন কমিটির অনুষ্ঠিত সভায় জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে সভাপতিত্ব করেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

এক বিবৃতিতে হেফাজত মহাসচিব বলেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী (রহ.) ঘোষিত হেফাজতের ১৩ দফা বাস্তবায়ন, হেফাজতের নেতা-কর্মীদের নামে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার, কারাবন্দি হেফাজত নেতা-কর্মীদের দ্রæত মুক্তি, জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা সঙ্কোচনের প্রতিবাদ, পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে ১০০ নাম্বারের পরীক্ষার ব্যবস্থা করা এবং জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেম প্রতিনিধি রাখার দাবিতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন আয়োজন করতে যাচ্ছি।

তিনি জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়ে আরো বলেন, ১৭ ডিসেম্বর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন যথা সময়ে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা মীর ইদরীস, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, মাওলানা রাশেদ বিন নূর, মুফতি কামাল উদ্দীন, মাওলানা জুবায়ের ও মাওলানা আফসার মাহমুদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন