বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসও পালন করবে দলটি। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।
এর মধ্যে ১৪ ডিসেম্বর সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা রয়েছে।
আর ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় শের-এ বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবে দলটি; বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন