শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিজয় দিবসে শোভাযাত্রা করবে বিএনপি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি; ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসও পালন করবে দলটি। মঙ্গলবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এই কর্মসূচি ঘোষণা করেন।

এর মধ্যে ১৪ ডিসেম্বর সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বিকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা রয়েছে।

আর ১৬ ডিসেম্বর সকাল ৯টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল ১০টায় শের-এ বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবে দলটি; বিকাল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় শোভাযাত্রা বের হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
শওকত আকবর ১৪ ডিসেম্বর, ২০২২, ৮:২৩ এএম says : 0
একথালা ভিজে ভাতে একটি কাচাঝাল, তারই মাঝে স্বাধিনতা করে টলমল। রিকসার চাকা ঘোরে কিষানের হাল,তারই মাঝে স্বাধিনতা আছে অবিরল।অফিসের চেয়ারে শুনি স্বাধিনতার গান,ওপাড়ার বৌ ঝিরা শুধু বানে ধান।উপর তলার স্বাধিনতা নিচতলা আসে, বস্তিতে ফুটপাতে স্বাধিনতা কাদে হাসে।।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন