মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব নিলেন কবির বিন আনোয়ার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কবির বিন আনোয়ার। গতকাল বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে কবির বিন আনোয়ার পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে ছিলেন। সাধারণত মন্ত্রিপরিষদসচিব হিসেবে প্রশাসন ক্যাডারের সিনিয়র কর্মকর্তাদের মধ্য থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়। সেই হিসেবেও এগিয়ে ছিলেন কবির বিন আনোয়ার। তিনি বিসিএস সপ্তম ব্যাচের একমাত্র জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ছিলেন।

এছাড়া বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৮ সালের ১৫ ফেবুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি একাধারে মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এদিকে দ্বিতীয় দফা চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তাঁর বিদায় উপলক্ষ্যে গতকাল রাতে ঢাকা অফিসার্স ক্লাবে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। এছাড়া আনোয়ারুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এবং তার সর্বাঙ্গীণ কল্যাণ ও দীর্ঘায়ু কামনা করে এক প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন