জ্বালানিসম্পদের উচ্চমূল্যের কারণে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ফ্রান্সের জিডিপি ০.২ শতাংশ কমেছে।
পাশাপাশি, ২০২৩ সালের শুরুতে সেদেশের মুদ্রাস্ফীতি দাঁড়াবে ৭ শতাংশে, যা হবে একটি নতুন রেকর্ড।
তবে, একই বছরের জুনে মুদ্রাস্ফীতি ৫.৫ শতাংশে নেমে আসবে। ফ্রান্সের জাতীয় পরিসংখ্যান ও অর্থনীতি গবেষণালয় গতকাল (বৃহস্পতিবার) এ পূর্বাভাস দিয়েছে।
গবেষণালয় জানায়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ফ্রান্সের জিডিপি প্রবৃদ্ধি মাত্র ০.২ শতাংশ ছিল। ২০২৩ সালের প্রথম প্রান্তিকে দেশটির জিডিপি ০.১ শতাংশ এবং দ্বিতীয় প্রান্তিকে ০.৩ শতাংশ বাড়তে পারে। সূত্র: সিআরআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন