২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষে নেওয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ প্রধান। এসময় জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতা করা ইউক্রেন-রাশিয়া শস্য চুক্তির কথাও উল্লেখ করেন গুতেরেস। তার মতে এই চুক্তি শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে কৃষ্ণ সাগর হয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিকটন খাদ্যশস্য বিদেশে গেছে বলেও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। রাশিয়া ও ইউক্রেনের সাথে বন্দিবিনিময় আরও কার্যকর করতেও কাজ করার কথা জানিয়েছেন গুতেরেস। খবরে বলা হয়, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ চার্টার অনুসারে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা আমরা থামাবো না। সোমবার জাতিসংঘের বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘ চার্টারের একটি গুরুত্বপূর্ণ ধারা হলো সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা। গুতেরেস বলেছেন, রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে শত্রুতা বেড়েছে। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে রাশিয়ার বোমাবর্ষণ অব্যাহত থাকার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন, এই সংঘাতের কোনও সামরিক সমাধান নেই। কিন্তু শান্তি আলোচনারও আপাতত কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। মহাসচিব বলেন, অদূর ভবিষ্যতে কার্যকর শান্তি আলোচনার সম্ভাবনা নিয়ে আমি আশাবাদী নই। এপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন