শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাজার অভিযানে জরিমানা

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাজার অভিযানে বিভিন্ন অপরাধে ৬৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভিন্ন বিভাগ ও জেলা কার্যালয়ের ১৬ কর্মকর্তার নেতৃত্বে মুন্সীগঞ্জ, নেত্রকোনা, টাঙ্গাইল, শরীয়তপুর, ফরিদপুর, নড়াইল, সুনামগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, বরগুনা, ঝালকাঠি, সিলেট, পিরোজপুর, বাগেরহাট, হবিগঞ্জ ও ভোলায় মঙ্গলবার বাজার অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিদফতর সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, নেত্রকোনায় পাঁচটি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা, টাঙ্গাইলে দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা, শরীয়তপুরে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং ফরিদপুরে পাঁচটি প্রতিষ্ঠানকে ৬ হজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, ওজনে কারচুপি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করা, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রির অপরাধে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন