শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

নগদ লেনদেন না করার পরামর্শ দুই কোম্পানিকে

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : নগদে পণ্য বিক্রি না করা ও কোম্পানির দৈনন্দিন ব্যয় না মেটানোর জন্য ফাইন ফুডস ও সুহৃদ ইন্ডাস্ট্রিজকে পরামর্শ দিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান। নগদ লেনদেনের ফলে আর্থিক হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতার ঘাটতি থাকে বলে ব্যাংকের মাধ্যমে সব লেনদেন পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করেন উভয় কোম্পানির নিরীক্ষকরা। সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ পরামর্শ দেয়া হয়। মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। এদিকে কোম্পানি দুটির কর্মকর্তারা দাবি করেন, দেশের বিপণন ব্যবস্থার সব পর্যায়ে এখনও ব্যাংকের মাধ্যমে লেনদেন ব্যবস্থা চালু হয়নি। বাস্তব এ অবস্থার কারণে ব্যাংকের মাধ্যমে সব লেনদেন করা সম্ভব হচ্ছে না। ফাইন ফুডস কোম্পানি বিষয়ে নিরীক্ষক প্রতিষ্ঠান তার পর্যবেক্ষণে উল্লেখ করেছে, প্রতিদিন পণ্য বিক্রি থেকে যে আয় হয় তা ব্যাংক হিসাবের মাধ্যমে করা উচিত। এছাড়া ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) একটি ট্রাস্টির মাধ্যমে পরিচালনার বিষয়েও পর্যবেক্ষণ দিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠানটি। সুহৃদ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক জানান, জরুরি প্রয়োজনেই কিছু অর্থ নগদে লেনদেন করার প্রয়োজন হয়। কোম্পানিটির ইনভেনটরিজের (অবিক্রীত তৈরি পণ্য ও পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল প্রভৃতি) বিষয়ে পর্যবেক্ষণে নিরীক্ষক পরামর্শ দিয়ে বলেছে, নিরীক্ষক প্রতিষ্ঠান ও ব্যবস্থাপনা বিভাগের একত্রে এগুলো গণনা করা উচিত। জাহিদুল হক জানান, এ পস্তাবে কোম্পানির আপত্তি নেই। তালিকাভুক্ত ফাইন ফুডস ২০১৫ পর্যন্ত লোকসানে ছিল। কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ার মাত্র ১ শতাংশ। বাকি শেয়ার সাধারণ মানুষের কাছে। প্রায় একই অবস্থা সুহৃদের। এ কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার ১০ শতাংশের কম। বাকি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন