করোনার নতুন উপধরন শনাক্তের আতঙ্কের মাঝেও দেশে ভাইরাসটির সংক্রমণের নিম্নমুখী ধারা অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এই সময়ে করোনায় নতুন করে কোনো প্রাণহানি ঘটেনি। এছাড়া পরীক্ষা বিবেচনায় এ দিন শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক শূন্য ৭ শতাংশে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮৩টি করোনা পরীক্ষাগারে মোট এক হাজার ৬০২টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে আগের কিছুসহ পরীক্ষা করা হয় মোট এক হাজার ৫৮৫টি নমুনা। পরীক্ষায় আরও ১৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ১৪২ জনে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা এক দশমিক শূন্য ৭ ভাগ। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৮ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ। এসময় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৮ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৮৭ হাজার ৮২১ জনে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন